ধানের শীষ প্রতীকে ভোট করে সংসদে যাওয়া সুলতান মোহাম্মদ মনসুরের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘পাখি এখন সংসদে বসে কাঁঠাল খাচ্ছেন। এ রকম আর কেউ যাবেন না সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছি না। ’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দলের অন্য নেতাদের সতর্ক করে বলেন, নেত্রীকে কারাগারে রেখে দলীয় সদস্যদের সংসদে দেখতে চান না নেতা-কর্মীরা।
কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সদস্য এস কে সাদীর পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, উলামা দলের নেসারুল হক, কৃষক দলের সদস্য জাফির তুহিন, তকদির হোসেন জসিম, নাজিমউদ্দিন মাস্টার, শহীদুল ইসলাম ভুঁইয়া, নাসির হায়দার প্রমুখ বক্তব্য দেন।
সুলতান মনসুরের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘আমাদের মাথায় কাঁঠাল রাইখা তিনি এখন কাঁঠাল খাচ্ছেন সংসদে বইসা। কী মনসুর? আমাগো লগে থাইকা, আমাদের এখান থেকে আমরা পাখি ছাইড়া দিলাম, সংসদে চইলা গেল।
আরও কিছু অপেক্ষা করছে কি না, আরও কিছু যাবে কি না-তাও জানি না। পাখি যায় যাক, সেই পাখিদের একটাই বলব, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে হস্তান্তর করে কারও যদি সংসদে যাওয়ার শখ থাকে যান, কিছু বলব না। কিন্তু তিনি (খালেদা জিয়া) জেলে থাকবেন আর পার্লামেন্টে গিয়ে কথা বলবেন সেই কথা শোনার জন্য কিন্তু আমরা কখনোই প্রস্তুত থাকব না। ’
খালেদা জিয়াকে কারাগারে রেখে সংসদ নির্বাচনে অংশগ্রহণের দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না, হাসিনাকে রেখে নির্বাচন হবে না।
এই দুটির একটিও কার্যকর করলেন না। হাসিনাকে রাখলেন বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে অংশগ্রহণ করলেন। সেই নির্বাচনে কেউ জেলে গেলেন, কেউ হসপিটালে রইলেন। কেউ বাড়িতে লুকিয়ে রইলেন মাঠে নামলেন না। তাহলে পারবেন না যখন দানবের সঙ্গে লড়াই করতে, যান কেন? যে দানবের কাছ থেকে আপনি আপনার অধিকার কেড়ে নিতে পারবেন না, অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না, সেই দানবকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে আপনি গণতন্ত্র কায়েম করবেন- এটা তো হয় না। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের গণতন্ত্র, জনগণের ভোট আদায় করে আপনারা সরকার গঠন করবেন, খালেদা জিয়া মুক্ত হবেন-এই যে ধারণা রাজনীতিতে, এর চেয়ে নির্বুদ্ধিতার পরিচয় আর কিছুই হতে পারে না। সেই কারণেই আজকে বলব, এই সরকারকে বৈধকরণের জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কি না?’