রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দু’প্রার্থীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত
প্রার্থীরা হলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.খোকন মিয়া (মাইক প্রতীক) ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ইয়াসমিন মুক্তা (বৈদ্যুতিক পাখা প্রতীক)।
(১৯ মার্চ মঙ্গলবার) বিকালে তাদের দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।
তিনি বলেন, উপজেলার শ্রীপুর চৌরাস্তা এলাকায় উচ্চ শব্দে মাইক বাজানো ও যানবাহনে পোস্টার আঠা দিয়ে লাগানোর অভিযোগে মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা ও বৈদ্যুতিক পাখা প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর সাথে তাদের ব্যবহৃত চারটি মাইক জব্দ করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়েছে।