রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় নিহত বিইউপি শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আবারও কিছু লিফলেট, প্লাকার্ডে ও কার্টুন ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে স্কুলড্রেস পরা এক ছাত্রের হাতে থাকা কাগজে লেখা, ”ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট”।
এর মাধ্যমে নেটিজেনরা বুঝাতে চেয়েছেন, স্টুডেন্টদের গাড়িতে তুলতে চায় না পরিবহন শ্রমিকরা। এ কারণে তাদের এড়িয়ে যাওয়ার বাসের হেলপার চালককে দ্রুত বাস চালিয়ে চলে যেতে বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আবার মন্তব্য করছেন, ”পড়াশুনা করে যে গাড়ি চাপা পড়ে সে”।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় নিহত হন বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। অথচ নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার ছিলেন তিনি।
কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস সেই সড়কেই প্রাণ গেল তার।