লাভলু মিয়া, গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি: গাজীপুর সদরে জয়দেবপুর থানার চলমান অভিযানে জয়দেবপুর থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ভবানীপুর হাইস্কুলের ৪জন ছাত্র গ্রেফতার করা হয় স্কুল হইতে থেকে।
জানা যায়, এক ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করার ঘটনায় ৪জনকে থানায় আনা হয়। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক, স্থানীয় ইউ পি চেয়ারম্যান এর জিম্মায় ৩জনকে ছেড়ে দেওয়া হয়। একজনকে দায়ী করে গ্রেফতার দেখিয়ে মোট-৫ জন আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, পরিতোষ হাওলাদার,পিতা-হরবিলাল হাওলাদার, সাগর, পিতা-মোবারক, আনোয়ার হোসেন,পিতা-চাঁন মিয়া ,শহিদুল্লা, মালেকা বেগম, স্বামী-বাচ্ছু মিয়া দেরকে আদালতে প্রেরণ করা হয়।