ফরিদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা, বাড়িঘরে হামলা-ভাঙচুর

Slider গ্রাম বাংলা

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দার আটাইল গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্থরা জানায়, নগরকান্দা উপজেলায় নৌকার বিজয়ের ঘোষণা হওয়ার পর নগরকান্দা উপজেলা পরিষদের স্বতন্ত্র প্রার্থী কাজি বাবুলের সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে নৌকার সমর্থকদের বাড়িঘর ও এলাকার আওয়ামী লীগ অফিস ভাঙচুর চালায়। এ সময় নৌকার কয়েকজন সমর্থককে শাররীকভাবে নির্যাতন করে। এ ঘটনায় এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে ডাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান কালাম কাজি নৌকার সমর্থকদের নানা ধরনের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বিজয়ী হন মনিরুজ্জামান সরদার। অপরদিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহাদাব আকবর চৌধুরী লাবুর সমর্থন নিয়ে আনারস প্রতীক নিয়ে পরাজিত হন কাজি বাবুল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *