মেসিকে হারিয়ে বর্ষসেরা দি মারিয়া

খেলা

image_164924.messi de mariaলিওনেল মেসিকে হারিয়ে দিলেন আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থ আনহেল দি মারিয়া। আর্জেন্টিনায় দেশের বাইরে খেলা বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার ‘অলিম্পিয়া দি প্লাতা’ জিতেছেন এই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।
২৬ বছরের দি মারিয়ার দারুণ অবদান ছিলে দেশকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ায়। গেল মৌসুমে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে ‘লা ডেসিমা’ জেতানোয় ছিল তার বড় ভূমিকা। ক্লাবটির সাথে জিতেছেন কোপা দেল রে ও উয়েফা সুপার কাপের শিরোপা। বিশ্বকাপের পর ইংলিশ ক্লাব ম্যানইউতে ৯৩ মিলিয়ন ডলারে যোগ দিয়ে শুরু থেকেই দলকে এগিয়ে নিয়েছেন। রেড ডেভিলদের পক্ষে ১১ ম্যাচে ৩ গোলও করেছেন। যদিও ইনজুরির কারণে শেষ তিন ম্যাচ খেলতে পারেননি। আছেন বিশ্রামে। সব মিলিয়ে আর্জেন্টিনার ক্রীড়া লেখকদের কাছে মেসি ও আগুয়েরোর চেয়ে ভালো পারফরমার হয়েছেন দি মারিয়া।
২০০৬ সালের পর এই প্রথম পুরষ্কারটি জিততে পারলেন না মেসি। যদিও দলকে বিশ্বকাপে নিয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে জিতেছেন গোল্ডেন বল। ক্লাব ও দেশের হয়ে ২০১৪ সালে তার গোল ৫৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *