ভিন্ন মতাবলম্বীদের দমনে সৌদি যুবরাজের অনুমোদন, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Slider বিচিত্র

তুরস্কের ইস্তাম্বুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের এক বছরেরও বেশি সময় আগে ভিন্নমতাবলম্বীদের বিভিন্নভাবে দমনের অনুমোদন দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস।

রবিবারের প্রতিবেদনে বলা হয়, গোপনে দমন করতে বিরোধীদের চলাফেরায় নজরদারি, অপহরণ, আটক এবং নির্যাতন করার বিষয়গুলো ছিল।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এই তথ্যগুলো জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

মার্কিন কর্মকর্তারা এটিকে সৌদি র‌্যাপিড ইন্টারভেনশন গ্রুপ বলে উল্লেখ করেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানিয়েছেন, এক নারীকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল যাতে তিনি আত্মহত্যা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *