গাজীপুর: গাজীপুর মহনগরের জোরপুকুর পাড় এলাকায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিনে কেক কেটেছে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রুহুল কবীর রিজভীর নেতৃত্বে মহানগর ছাত্রলীগ।
গতকাল ১৭ মার্চ, বাদ মাগরিব, জোড়পুকুর এলাকায় এ উপলক্ষ্যে মিলাদ ও কেক কাটা হয়। এ অনুষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রুহুল কবীর রিজভী সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রলীগ। সাবেক আহব্বায়ক কমিটির সদস্য ও ভাওয়াল বদরে আলম সঃ বিঃ কলেজ । তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ।