বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা নির্বাচনের নৌকার প্রার্থী রফি নেওয়াজ খান রবিন রাতে সিল মেরে বাক্স ভর্তির করেছে। এমন অভিযোগ এনে স্বতন্ত্রপ্রার্থী ডিসেন্ট আহমেদ সুমন নির্বাচন বর্জন করেছেন। আজ সকাল সাড়ে দশটার দিকে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী রফি নেওয়াজ খান রবিন আগের রাতেই সিল মেরে ব্যলবাক্স ভর্তি করেছে। অন্যকোন প্রার্থীর এজেন্টকে কোন কেন্দ্রেই প্রবেশ করতে দেয়নি। হুমকি-ধামকি দিয়ে বের করে দিয়েছে। এমনকি স্বতন্ত্রপ্রার্থীর কোন কর্মীকেও কেন্দ্রগুলোতে অবস্থান করতে দেয়নি।
তিনি আরও বলেন, বিষয়গুলো নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের লিখিতভাবে জানালেও কোন কাজ হয়নি।
তিনি বলেন, এমন ভোট ডাকাতির নির্বাচনের থাকার চেয়ে সরে যাওয়া ভালো। তাই নির্বাচন বর্জন করে পুরনায় সুষ্টু নির্বাচন দাবি করছি।
এ বিষয়ে জানতে একাধিকবার বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞার সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।