শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি সার্ভিস চালু হয়েছে। ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় চালু হয়েছে। তবে এখনও দুই পাড়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে যানজটে আটকে পড়ে যাত্রী বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে। কুয়াশা কেটে যাওয়ার পর কনকনে শীতে মাঝ পদ্মায় দুই সহস্রাধিক যাত্রী ও বেশ কিছু যানবাহন নিয়ে আটকে থাকা ১১টি ফেরি গন্তব্যে রওনা দেয়।
বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর আজ সকাল সাড়ে ৯টায় আবার পারাপার শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।