বাংলার ভাগ্যকাশে সর্বোজ্জ্বল হে অগ্নি সূর্য
বেহেস্ত থেকে তুমি চেয়ে দেখ একবার
তোমার বন্দনায় জাগ্রত এ দেশ জাতি
উদাত্ত উৎসারনে শুধু বলে যায়–
বাঙালির হৃদয়ে রবে চির জাগরুক
মৃত্যুঞ্জয়ী হে শেখ মুজিব ।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বাঙালি আমি তোমার বাংলায়
শুনি কবিতায় ছন্দে গানে ও কথায়
একটিই নাম শেখ মুজিব।
তোমার জন্মদিনে লিখে যাই তাই
অমর নামটি শেখ মুজিব।
আমি সুরেসুরে সাধি শেখ মুজিব
আমি কবিতায় রচি শেখ মুজিব
আমি চলনে বলনে সদা আলাপণে
শুনাই শুধুই শেখ মুজিব।
আমি ভাষণে শোনাই শেখ মুজিব
আমি গল্পে জানাই শেখ মুজিব
আমি সকাল সন্ধ্যা রাত্রি দুপুর
শোনাই শেখ মুজিবের স্বপ্নসুর।
আমি আহবানে শুনি শেখ মুজিব
আমি চেতনাতে পাই শেখ মুজিব
আমি যেখানেতে যাই যাহারে শুধাই
সেই বলে দেয় চির চেনা জন
বাংলা মায়ের সাধনার ধন
একটিই নাম শেখ মুজিব।
শুনি পাখির কাকলীতে শেখ মুজিব
বাতাসের কানে শেখ মুজিব
শিশুর হাসিতে শেখ মুজিব
দুঃখীর কান্নায় শেখ মুজিব
ব্যাথাহত যারা এই বাংলায়
অসহায় যারা এই বাংলায়
শোষিত বঞ্চিত নীপিড়ীতদের
হৃদয়ের সুখ শেখ মুজিব।
ঐ ব্যাঘ্র হুংকারে শেখ মুজিব
বজ্র নিনাদে শেখ মুজিব
সৌর্য বীর্য বীরত্বগাথায়
একটিই নাম শেখ মুজিব।
তুমি স্নেহের বাঁধনে শেখ মুজিব
তুমি মায়া মমতায় শেখ মুজিব
তুমি প্রেমডোরে হে শেখ মুজিব
তুমি বিরহব্যাথায় শেখ মুজিব
তুমি মাতৃস্নেহের সূতিকাগার
তুমি পিতৃ শাসনের মহিমা অপার
তুমি কষ্টের আগুনে শীতল আবেশ
তুমি শেখ মুজিব তুমি বাংলাদেশ
–প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত
গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।
তুমি বাংলাদেশ।।