শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার আহত ছয় যাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন-বগুড়া নিশিন্দারা এলাকার দুলাল হোসেনের ছেলে হাসিব (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৫) ও অটোরিকশার মালিক ও চালক নন্দীগ্রাম উপজেলার জামালপুর গ্রামের রথিকান্ত আচার্য্যের ছেলে কাজল কুমার আচার্য্য (৩০)।
শেরপুর থানার পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর দুগ্ধ গবাদি ও প্রাণী উন্নয়ন খামারের সামনে মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপায় দেয়। এতে চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে এই পুলিশ কর্মকর্তা জানান।