ঢাকা: ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো ৫৯ জন। রবিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটস্থ সেন্টানির কাছে এই বন্যা দেখা দেয়।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া আকস্মিক এ বন্যা দেখা দিয়েছে।
এই বন্যায় বেশ কয়েকটি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস