ঢাকা: বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগ ও বিএনপির যেসব নেতা দল ছাড়তে চাইছেন তাদের নিজের দল বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সে (বিএনএ) যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনএ আয়োজিত এক আলোচনা সভায় এই আমন্ত্রণ জানান তিনি।
বিএনএ চেয়াম্যান নাজমুল হুদা বলেন, ‘আগামী নির্বাচনে তিনটি জোট অংশগ্রহণ করবে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জোট বা বিএনএ।’
বিএনপি ছাড়ার পর এটা নাজমুল হুদার তিন নম্বর দল গঠন। এর আগে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি দল প্রতিষ্ঠা করেন তিনি।
নাজমুল হুদা বলেন, ‘বিজয় দিবস দল-মত নির্বিশেষে আমাদের সবার জন্য জাতীয়ভাবে উদযাপনের দিন। অথচ এবারের বিজয় দিবসে আমরা দেখলাম একটি রাজনৈতিক পক্ষ আরেক পক্ষকে বলছে রাজাকার। আবার ওই পক্ষ অপরকে বলছে জানোয়ার।’
সভায় বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা নাজিমউদ্দিন আল আজাদ, বিএনএর মহাসচিব জাবেদ সালাউদ্দিন, বিএনএ নেতা রফিকুল ইসলাম আরজুসহ আরো অনেকে।