নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার পূর্বে দেশটির প্রধানমন্ত্রীর অফিসে ঘোষণাপত্র (ইশতেহার) পাঠিয়েছিল হামলাকারী ব্রেন্টন টারান্ট। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড।
প্রধানমন্ত্রী অফিসের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, শুক্রবার হামলার দশ মিনিট আগেই তারা হামলাকারীর পাঠানো একটি ইশতেহার পেয়েছিল।
প্রধানমন্ত্রীর অফিস ছাড়াও আরো ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও একই ইশতেহার পাঠানো হয়।
ঐ তালিকায় রাজনৈতিক নেতা, দেশটির বিভিন্ন গণমাধ্যমের কার্যালয় রয়েছে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, শুক্রবার স্থানীয় সময় দুপুরে জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীর হামলায় নিহত হয় ৪৯ জন।
এসময় গুরুতর আহত হন ২০ জন। হামলার ঘটনা ব্রেন্টন টারান্ট তার মাথায় লাগানো ক্যামেরা দিয়ে সরাসরি ফেসবুকে প্রচার করেছিলেন।
এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানও এ হামলাকে সুপরিকল্পিত এবং সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।