তিন ‘পা’ ওয়ালা মানব!

বিচিত্র

frsযদি আপনাকে প্রশ্ন করা হয় ‘মানুষের কয়টি পা ?’ উত্তর দেয়ার আগে আপনি নিশ্চই প্রশ্নকর্তার দিকে কিছুক্ষণের জন্য হলেও ভ্রু কুঁচকে তাকাবেন । মানুষের দুটি পা । এটি আবার জানতে চাওয়ার কি আছে । মানুষের পা কিন্তু তিনটিও হয় ! কি অবাক হচ্ছেন ? হতেই পারেন । পৃথিবীতে অন্তত এমন একজন মানুষ ছিলেন যার পা দুটি নয় তিনটি !

পৃথিবীর সেই বিরলতম মানুষটি হচ্ছেন ফ্রান্সেস্কো লেন্টিনি । লেন্টিনির জন্ম ১৮৮৯ সালে, ইতালিতে । তিনি ছিলেন তাঁর বাবা মায়ের ১২সন্তানের মধ্যে একজন । এই ১২ জনের মধ্যে তিনিই ছিলেন একমাত্র ব্যতিক্রম । অন্যরা স্বাভাবিক হলেও লেন্টিনির পা ছিলো ৩ টি ! দুই পায়ের পাশাপাশি তার শরীরের ডান পাশ দিয়ে আরো একটি পা ছিলো । মজার ব্যাপার হলো সেই তিন নাম্বার পায়ের হাটুর কাছ থেকে আরো একটি ক্ষুদ্রাকার পায়ের মত অংশ ছিলো ! মোট কথা লেন্টিনির ছিলো তিন টা পা, ৪টা পায়ের পাতা এবং ১৬টা পায়ের আঙ্গুল ।

তিনি যদিও দৈহিক ভাবে অস্বাভাবিক ছিলেন কিন্তু তাঁর বুদ্ধিমত্তা এবং রসিকতাবোধ ছিলো অত্যন্ত উন্নত মানের । লেন্টিনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারতেন । সার্কাসে যোগ দেয়ার মধ্য দিয়ে লেন্টিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন এবং সেই পেশাতেই ৪০বছর কাজ করেন । তার স্বাভাবিক দুই পায়ের তুলনায় তৃতীয় পায়ের দৈর্ঘ্য কয়েক ইঞ্চি বেশি ছিলো । স্টেজ শোতে লেন্টিনি তার তৃতীয় পা দিয়ে ফুটবল খেলতেন । কিক করে ফুটবল দর্শকদের মাঝে ফেলতেন । অনেকে তাকে তিন পেয়ে ফুটবল প্লেয়ার বলে ডাকতেন ।

অস্বাভাবিক পা ছাড়া আর সব কিছু মোটামুটি ঠিক ছিলো লেন্টিনির । তিনি বিয়ে ও করেন এবং তাদের ৪টি স্বাভাবিক সন্তানও হয় । ১৯৬৬ সালে ৮৫ বছর বয়সে তিনি মারা যান লেন্টিনি । তিনি তাঁর সময়ে মানুষের কাছে খুবই স্রদ্ধার পাত্র ছিলেন । অনেকেই তাকে ‘কিং’ বলে ডাকতো ।- তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, ওয়েবসাইট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *