হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের দশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ)বেলা ১১টায় বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিকের উপস্থিতে কালীগঞ্জ প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্যে অালোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
প্রেস ক্লাব সেক্রেটারি লিটন পারভেজ এর উপস্থাপনায় প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,কালীগঞ্জ থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সময়ের আলো পত্রিকার সাংবাদিক তিতাস আলম, এশিয়ান টেলিভেশনের প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল,দৈনিক জনতা প্রতিনিধি আশরাফুর আলম দৌলত, ভোরের কাগজ প্রতিনিধি মন্জুরল ইসলাম মঞ্জু, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি এম সহিদুল ইসলাম,চ্যানেল নাইন এর প্রতিনিধি মনির হোসেন,আমাদের প্রতিদিনের প্রতিনিধি মহির খান,সাংবাদিক আসাদ হোসেন রিফাত, আনন্দ টিভির সাব্বির আহমেদ লাভলু, আমাদের প্রতিদিনের মাঞ্জুরুল সহ জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিদিনের ভুয়সী প্রশংসা করে বলেন পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ নয় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে বস্তুনিষ্ট সংবাদে এর মুল কারন।
এসময় তিনি বাংলাদেশ প্রতিদিন পরিবারের সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ট সাংবাদিকতা ধারা অব্যহত রাখার আহবান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।