প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে সহকারি শিক্ষকবৃন্দ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষকরা অংশ নেয়।
এসময় বক্তব্য দেন শিক্ষক নেতা আবু দাউদ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, আব্দুল আলীম, হাসানুজ্জামান সোহাগ, মেহেদী হাসান, মল্লিকাকুন্ডু প্রমুখ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষকের পরের ধাপেই ১১তম স্কেলে তাদের বেতন নির্ধারণ, সহকারী শিক্ষকের শতভাগ পদোন্নতি ও সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করার দাবি জানান।