ডেস্ক: মসজিদে মুসল্লিদের ওপর হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন। তিনি বলেছেন, বিশে^ সন্ত্রাসীদের দৃষ্টিভঙ্গির কোনো জায়গা নেই।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় দেশটির ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। এতে বহু মুসল্লি হতাহত হয়েছেন বলে গণমাধ্যম খবর দিচ্ছে। তবে কি পরিমাণ মানুষ নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারছে না কোনো মাধ্যমই। মুহূর্তের মধ্যে এ খবর সারাবিশে^ সংবাদ শিরোনাম হয়ে উঠেছে।
এ হামলার বিষয়ে প্রধানমন্ত্রী আরডেন বলেছেন, নিউজিল্যান্ডে হামলাকারীদের দৃষ্টিভঙ্গির কোনো জায়গা নেই। বিশে^র অন্য কোথাও তাদের জায়গা নেই।
তিনি বলেন, আরো সন্দেহজনক পালিয়ে আছে এ বিষয়ে সন্দেহের কোনো কারণই নেই। জাতীয় নিরাপত্তার মাত্রা বাড়িয়ে উচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।