মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে কাপাসিয়ায় দায়িত্ব পালনকারী নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা বৃহপ্রতিবার সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্ণিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোসাঃ ইসমত আরা, জানান, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে কাপাসিয়ার ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১১৯টি, বুথ কক্ষের সংখ্যা ৫২৬ টি। নির্বাচনে ১১৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৩৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ২ শত ৭৬ জন পোলিং অফিসারসহ মোট ২ হাজার ৩৩ নির্বাচনী কর্মকর্তার নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাগণ যাতে নির্বাচনী আইন মেনে একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষে তাদের মধ্যে ১১৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৩৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্রশিক্ষণ ও অংশগ্রহনকারীদের সাথে মতবিনিময় বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বাকী ১ হাজার ২শত ৭৬ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ শুক্রবার সম্পন্ন হবে।
কাপাসিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্ণিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিফুজ্জামান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির ও কাপাসিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ ফাইজউদ্দিন ফকিরসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।