রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো.আব্দুল জলিলের নির্বাচনীয় গণসংযোগ হামলা করেছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জত এলাকায় গণসংযোগের গাড়ী বহরে হামলা করা হয়। এসময় ছাত্রলীগের চার নেতাকর্মী গুরতর আহত হয়। পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
আহতরা হলেন, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, ফয়সাল আহমেদ, সোহেল রানা, সজীব আহমেদ। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের বিস্তারিত জানা যায়নি।
নৌকার প্রার্থী আব্দুল জলিল অভিযোগ করে বলেন, প্রতিদিনের মত গণসংযোগের জন্য রাজাবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত অ লে নৌকার ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের নিয়ে রওনা দেই।
এসময় ইজ্জতপুর এলাকায় পৌঁছলে পূর্বে থেকে উৎপেতে থাকা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এড.শামসুল আলম প্রধানের সমর্থকরা মোটরসাইকেল প্রতীকের স্লোগান দিয়ে আমার গাড়ীর সামনে থাকা ছাত্রলীগের চারজন নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ওরা গুরতর আহত হয়। এসময় পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদুল ইসলাম বলেন, নির্বাচনীয় গণসংযোগে হামলার ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে হামলাকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, তাৎক্ষণিক ভাবে নৌকার প্রার্থীর ওপর কে-বা কাহারা হামলা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।