পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বাহর শীর্ষ নেতা জাকিউর রেহমান লাখভিকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত।
পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) পক্ষে সরকারি আইনজীবী আদালতে লাখভির জামিনের বিরোধিতা করলেও বৃহস্পতিবার ৫ লাখ রুপির ব্যক্তিগত বন্ড জমার শর্তে জামিন দেওয়া হয় তাকে।
ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ে ২০০৮ সালে ভয়াবহ বোমা হামলার জন্য সন্দেহভাজন যে সাত আসামিকে চিহ্নিত করা হয়, লাখভি তাদের মধ্যে অন্যতম। হামলার সঙ্গে জড়িত অন্য ছয়জনের বিচার চলছে পাকিস্তানে ।
হামলার পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে লাখভি জড়িত বলে ভারত দাবি করে আসছে। এ ঘটনায় তাকে আটক করে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। কিন্তু হঠাৎ করে তাকে জামিন দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
ভারতের দেওয়া তথ্য মতে, ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার সময় লস্কর-ই তৈয়বাহর অভিযান পরিচালনাবিষয়ক প্রধানের দায়িত্বে ছিলেন লাখভি। মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হয়। লাখভি এবং আরেক জঙ্গি নেতা জারা শাহর হত্যা পরিকল্পনায় প্রাণ হারায় এতগুলো মানুষ- এ দাবি ভারতের।