শেখ মামুন,রাজবাড়ী প্রতিনিধিঃ বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেলার শীর্ষ দুই সর্বহারাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলো, নিষিদ্ধ ঘোষিত সর্বহারা আলীজামান গ্রুপের প্রধান আলী জামান ও তার সহযোগি বিন্দি বাবলু। আলী জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় মৃত আজাহার মন্ডলের ছেলে ও বিন্দি বাবলা একই এলাকার জিতেন সরদারের ছেলে।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম ও পিপিএম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অপরাধমূলক কর্মকান্ডের জন্য বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে সর্বহারা পার্টির সদস্যরা অবস্থান করছে। এ সময় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে আলী জামান ও বিন্দি বাবলুকে গ্রেপ্তার করে। সেই সাথে উদ্ধার করা হয়, একটি রাইফেল, একটি পাকিস্তানি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও একটি একনলা বন্দুক ও আট রাউন্ড গুলি।
গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে রাজবাড়ীর বিভিন্ন থানায় মোট ১৬ টি মামলা আছে।