দক্ষিণ এশিয়া আইটি প্রতিযোগিতায় দ্বিতীয় জাবি

তথ্যপ্রযুক্তি

ju-1418905255জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রাম কনটেস্ট (আইসিপিসি) এর আঞ্চলিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গত ১৫ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত আঞ্চলিক এই প্রতিযোগিতায় ২৫০টি দলের মধ্যে বাংলাদেশ থেকে জাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই দলটি দ্বিতীয় স্থান লাভ করে। এর ফলে আগামী ২০১৫ সালে মরক্কোতে অনুষ্ঠেয় আইসিপিসি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিজয়ী দলের সদস্যরা হলেন অনিন্দ মজুমদার, সুমন ভদ্র এবং নাফিস সাদিক। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান।

গত ৬ ডিসেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় এই দলটি দ্বিতীয় স্থান অর্জন করে।

আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা অঞ্চলে আমরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করি। ইন্ডিয়া অঞ্চলে দ্বিতীয় হওয়ায় মরক্কোতে অনুষ্ঠেয় আইসিপিসি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত হল। বৃহস্পতিবার রাতে ভারত থেকে দলটির দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *