রাস্তার ঐ পাগলিটা আজ
মা হয়েছে ভাই।
এই সমাজের কিছু মানুষ
নরপশু বলি তাই।
দেখে গেলাম শনিবারে সেই
রাস্তার পাশে বসে।
একটি শিশু কোলে তার
দেখি পরের মাসে।
কে হল শিশুর পিতা
আজ আমি বলি।
পাগলির জন্য এমন সাজা
এই সমাজে চলে।
হাসে আর কাঁদে
এমন হাল হল আজ।
পড়ে নরপশুর ফাঁদে
পাগলির আজ নিরাপদ নেই
এমন দেশে আছি।
কেমন করে বলুন আমরা
এই সমাজে বাঁচি।
সবাই মিলে ঐক্য হলে
এমন ভালো হতো।
ধরে ধরে আইনে দাও
পাপিষ্ঠ আছে যত।
হায়রে পাগলি তুমি মা
এই সমাজে হলে।
শিশুটির বাবা আজ বলো
কে এসে বলবে।
এক হও আওয়াজ তুল
করো সবাই প্রতি বাদ।
নরপশু কে সবাই মিলে আজ
ভেংগে দাও দাঁত..