হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।দেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।মুজিব আদর্শকে এদেশের ১৬কোটি মানুষ লালন করে।তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা,বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে আখ্যায়িত করতে সক্ষম হয়েছেন।
আজ ১৩ই মার্চ সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে আমাদের শিশুদের আগামীদিনে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার অহ্বান জানান।
জাতীয় কবি নজরুলের ভাষায় শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, তুমি নও শিশু দূর্বল,তুমি মহত্ব মহিয়ান।
তিনি এলাকার সার্বিক উন্নয়নে বক্তব্য দিতে গিয়ে আরোও বলেন,মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক।
প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি এ শ্লোগান কে ধারন করে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনী অনুষ্ঠান, মাল্টিমিডিয়া প্রচার, আলোচনা সভা ও শিক্ষা মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ভুমি আবু সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাইয়েদা বেগম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠন এবং আওয়ামিলীগের নেতৃবৃন্দ।