ছারছীনা দরবার একটি হক দরবার- গণপূর্ত মন্ত্রী

Slider বরিশাল

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ ছারছীনা মাহফিলের দ্বিতীয় দিন বিশেষ মেহমান ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন- আমি এই দ্বীনি প্রতিষ্ঠানের একজন খাদেম। ছারছীনা দরবার একটি হক দরবার। এ দরবার কোন সময়েই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানুষকে ধর্মান্তরিত করেছে দেড়শ বছরের ইতিহাসে এ ধরণের কোন প্রমাণ নেই। আমি সকলের অধিকারে বিশ্বাসী। এটা ইসলামেরও নির্দেশিকা। কিন্তু মুসলমান হিসেবে দ্বীন-ইসলামের খেদমত করা একান্ত কর্তব্য।

তিনি ইসলাম ও মুসলমানদের জন্য বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার ইসলাম বান্ধব সরকার। অতএব ইসলামের বিরুদ্ধে এ সরকার কখনো অবস্থান নিবেনা এবং যারা আলেম-ওলামা ও ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেও আমরা প্রশ্রয় দিবো না।

তিনি মাহফিলে আগত সকলের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন- এ দরবারের মরহুম পীর মাওলানা আবু জাফর ছালেহ (রহঃ) কে ভুল তথ্যের ভিত্তিতে হয়রানী করানো হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর সরাসরি নির্দেশে তার নির্ধারিত সকল অভিযোগ তুলে নিয়ে সসম্মানে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন এ দরবারের খেদমতে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
মাহফিলে দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- মাওঃ মাহমুদুম মুনীর হামীম, মাওঃ সিরাজুম মুনীর তাওহীদ, মাওঃ আবদুল গফ্ফার কাসেমী, মাওঃ কাজী মফিজ উদ্দিন, মাওঃ মোঃ বদরুজ্জামান রিয়াদ, মাওঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ। আজ বাদ জোহর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম. এম. এনামুল হক, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, পিরোজপুরের সার্কেল এস. পি. শাহনেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ব্যরিষ্টার এ. বি. এম সিদ্দিকুর রহমান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. তারিকুল ইসলাম, স্বরূপকাঠী পৌর মেয়র জি. এম. কবির প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *