ভিপি ও সমাজসেবা ছাড়া বাকি পদে আবার ভোট চান নুরুল

Slider রাজনীতি


ঢাকা: প্রহসনের নির্বাচনের প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক। তিনি বলেন, ‘ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া অন্য সব পদে পুনর্নির্বাচন দাবি করছি। সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগের কেউ নির্বাচিত হবেন না। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পুনর্নির্বাচনের আন্দোলন চালিয়ে যাব।’

আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের সামনে এক বক্তব্যে এ কথা বলেন নুরুল হক। এ সময় কোটা আন্দোলনকারী, স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রশাসনের উদ্দেশে নবনির্বাচিত ভিপি বলেন, ‘আগুনের স্ফুলিঙ্গ নিয়ে খেলবেন না, পুড়ে ছারখার হয়ে যাবেন। ফল ঘোষণা নিয়েও নাটক করা হয়েছে। রাত তিনটার দিকে ফল ঘোষণা করা হয়েছে, আমাদের বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ গুজবের সংগঠন। তারা গুজবের জন্ম দেয়। প্রশাসন ছাত্রলীগের অপকর্মের সহযোগী।’

এ সময় প্রশাসনকে উদ্দেশে নুরুল হক বলেন, ‘ছাত্রদের নিয়ে খেলবেন না। কারচুপি নির্বাচনের পরও আমি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। বাকি পদগুলোতে ছাত্রলীগ জেতেনি, তাদের জিতিয়ে দেওয়া হয়েছে। তাই পুনর্নির্বাচন দাবি করছি। ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করা হয়েছে। পুনর্নির্বাচনের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস–পরীক্ষা বর্জন থাকবে। অন্যদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে বেলা পৌনে দুইটার সময় কোটা আন্দোলনকারী নেতা-কর্মীর সঙ্গে নুরুল হক টিএসসিতে এলে তাঁর ওপর হামলা চালায় ছাত্রলীগ। পরে নুরুল হকের নেতৃত্বে টিএসসি থেকে মিছিল বের করেন কোটা আন্দোলনকারী, স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি থেকে কলাভবন ও মল চত্বর হয়ে রোকেয়া হলের সামনে দিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন নুরুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *