ইসলাম ও কওমী শিক্ষা নিয়ে জাতীয় সংসদে কটূক্তির অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। সোমবার বিকালে নগরীর ডাকবাংলা চত্বরে বিক্ষোভ সমাবেশ ও পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
খুলনা জেলা ইমাম পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সহ সভাপতি মুফতি মোস্তাক আহম্মেদ।
বক্তৃতা করেন মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা মো. সাকাওয়াত, মাওলানা নাছির উদ্দিন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কওমী মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা করে রাশেদ খান মেনন সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি জাতীয় সংসদকে অপমানিত করেছেন।
অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে আলেম সমাজকে মূল্যায়ন করেন। অথচ তার সাথে একই সংসদে বসে কাদিয়ানীদের পক্ষাবলম্বন ও আলেম সমাজকে হেয় করে বক্তব্য রাখা হয়েছে। বক্তারা অবিলম্বে রাশেদ খান মেননের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।