আগুয়েরোকে নিয়ে আশাবাদী পেলেগ্রিনি

খেলা

aguহাঁটুর ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তাকে ছাড়াও আর্সেনালের বিপক্ষে জয় তুলে নিয়েছে ম্যানসিটি।

তবে আক্রমণভাগে আগুয়েরোকে পেলে দলের শক্তি যে অনেকাংশে বেড়ে যায়, তাতে সন্দেহ নেই। এদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন আগুয়েরো। আবার আর্জেন্টাইন এই তারকার ফেরার বিষয়ে আশাবাদী ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও।

জানুয়ারিতে ম্যানসিটি কঠিন পরীক্ষায় নামবে। সেই যাত্রায় আগুয়েরোকে খুবই প্রয়োজন হবে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির। কেননা, আর্জেন্টাইন এই তারকাকে ঘিরেই প্রতিপক্ষকে বধের কৌশল এঁটে থাকেন পেলেগ্রিনি।

আগামী ১৮ জানুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় শক্তিশালী আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। ওই ম্যাচে আগুয়েরোকে পাওয়া যাবে বলে আশাবাদী দলীয় কোচ।

এ বিষয়ে পেলেগ্রিনি বলেন, ‘আগুয়েরো আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়। আর্সেনালের বিপক্ষে তাকে খুবই প্রয়োজন হবে। আমি আশা করছি, ওই ম্যাচের আগেই ইনজুরি কাটিয়ে দলে ফিরবে আগুয়েরো।’

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানসিটির অবস্থান দ্বিতীয়। ১৬ রাউন্ড শেষে তাদের অর্জন ৩৬ পয়েন্ট। লিগ তালিকায় যথারীতি শীর্ষেই রয়েছে চেলসি। হোসে মরিনহোর দলের ভান্ডারে জমা আছে ৩৯। আর ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *