আমার এমন কি হলো?
রাতের ঘুম সকালে আসে!
প্রত্যাশা ও প্রাপ্তির সাথে বিরাট ব্যবধান।
বিশ্বাসে ঘুণে ধরছে দিনদিন।
শুধু স্বপ্ন নিয়ে বাঁচি করি স্বপ্নের ফেরী..
আবেগ ও অনুভূতির করি চাষ।
কবিতা গুলো সম্পূর্ন করতে পারিনা
বেশীরভাগই অসমাপ্ত থেকে যায়।
খামখেয়ালীপনা ভর করে আপাদমস্তক
কোন কিছুতেই থিতু হতে পারিনা।
কেউ আমাকে না বুঝলেও ভুল বুঝে প্রায় সবাই
মাঝে মাঝে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই।
দুঃখিত, কারো সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতালীয় মাত্র…..