বরিশালে বিভাগীয় বিতর্ক উৎসব

Slider বরিশাল

‘যুক্তিকে যুক্ত করি, মুক্ত প্রাণের স্বাধীনতায়’ শ্লোগান নিয়ে বরিশালে বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের (বিডিএ) উদ্যোগে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) বিডি’র সহযোগীতায় সপ্তমবারের মতো বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় সপ্তম বিভাগী বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

এনডিএফ বিডির কো-চেয়ারম্যান উত্তম রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. মাকসুমুল হক, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যান ডা. মো. ইমরান চৌধুরী, বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, বিটিসিএল’র উপ-ব্যবস্থাপক একেএস ইকবাল মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশন (বিডিএ) এর উপদেষ্টা অ্যাডভোকেট এসএম ইকবাল এবং অধ্যাপক শাহ সাজেদাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় অধ্যাপক আক্তারুজ্জামানকে। মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয় আক্কাস হোসেনকে এবং নাগরিক সম্মাননা দেওয়া হয় ডা. সৈয়দ জাহিদ হোসেনকে।

এরপর শুরু হয় সংসদীয় বিতর্ক কর্মশালা। বরিশাল বিভাগের ৬০ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার বিতার্কিক কর্মশালায় অংশ নেয়। পরপর অনুষ্ঠিত হয় ক্যরিয়ার সেমিনার, রম্য বিতর্ক, প্লানচেট ও আঞ্চলিক বিতর্ক।

বিকেলে বিভাগীয় বিতর্ক উৎসবের আহ্বায়ক আবু জাফর মো. সালেহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজির রহমান। অতিথি ছিলেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) বিডি’র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট তামজিদ হাসান, বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের (বিডিএ) মহাসচিব মেহেদি হাসান শুভ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা অংগ্রহণকারী এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *