রাজধানীর বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিখোঁজ রয়েছেন একই পরিবারের ছয় সদস্য। তবে শাহজালাল নামে একজন সাঁতরে তীরে উঠে এসেছেন।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে।
নিখোঁজরা হলেন- শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (২৮), মেয়ে মিম (৮), মেয়ে মাহী (৬), ৩ মাস বয়সের একটি ছেলে সন্তান, ভাগনী জামশিদা (২০) ও ভাগনী জামাই দেলোয়ার (৩৫)।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে নদী পারাপারের সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।
এতে একযাত্রী সাঁতারে তীরে উঠলেও বাকি ৬ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।
এদিকে নৌ পুলিশের সদরঘাট থানা সূত্রে জানানো হয়, নৌকার যাত্রীরা শরীয়তপুরের ভেদরগঞ্জ যাওয়ার জন্য কামরাঙ্গীরচর থেকে খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। টার্মিনালের কাছাকাছি পৌঁছালে বরিশালগামী লঞ্চ সুরভী ৭ এর ধাক্কায় নৌকাটি ডুবে যায়।