গাজীপুর: দেশে বিদেশে কর্মসংস্থান তৈরি ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ চালক তৈরীর জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে।
আজ (০৭/০৩/২০১৯) বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে SEIP ও BRTC -এর যৌথ উদ্যোগে সম্পূর্ণ সরকারি খরচে ৪ মাসব্যাপী মোটরযান ড্রাইভিং এবং গাড়ির রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রমের চতুর্থ রাউন্ডের শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এ সময় তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য পরিবহন মালিক, চালক, শ্রমিক, পথচারী ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, প্রতি চার (০৪) মাস পর পর জাতীয় পত্রিকা ও বিআরটিসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রদান করে ৩৫০ জন প্রশিক্ষণার্থী বাছাই করা হয়। ৫ম রাউন্ড আগামী জুলাই এ শুরু হতে পারে।