ঢাকা: ঢাকার জেলা জজ আদালতের পুরোনো ভবনের লিফট ছিঁড়ে পড়ে আটজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার দায়রা জজ আদালত পুলিশের (হাজতখানা) পরিদর্শক মইনুল ইসলাম এ তথ্য জানান।
মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর জেলা জজ আদালতের পুরোনো ভবনের লিফট ছিঁড়ে পড়ে। লিফটে ৮ থেকে ১০ জন লোক ছিলেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মইনুল ইসলাম জানান, তিনি শুনেছেন, এ হাসপাতাল থেকে গুরুতর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ছিঁড়ে পড়া লিফটি অনেক পুরোনো। জেলা জজ আদালতের পাঁচতলা ভবনটি পুরোনো ভবন নামে পরিচিত। ভবনের পূর্ব পাশে একটি লিফট দিয়ে বিচারপ্রার্থীরা ওঠানামা করে আসছিলেন।
লিফটটিতে আগেও অনেক যান্ত্রিক ত্রুটি হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।