মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাট (শিমুলিয়া ঘাট) এলাকা থেকে পদ্মাসেতু প্রকল্পের চুরির সরঞ্জামাদি উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এসময় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়। আটক চার জনের পরিচয় এবং অভিযানে উদ্ধার হওয়া অন্য সরঞ্জামের পরিমাণ জানাতে পারেননি র্যাব সদস্যরা।
বুধবার (০৬ মার্চ) রাত ৮টা থেকে দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে র্যাব-১১ ।
অভিযানে ২৫ টন রড, ৫০০ লিটার চোলাই তেল, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শেষ খবর পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১১ সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, দীর্ঘদিন ধরেই এই চক্রটি পদ্মাসেতুর কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং যন্ত্রপাতি, তেল চুরি করে আসছিল।
এ অভিযান চলছে। বিচ্ছিন্ন এলাকাজুড়ে কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।