‘বাড়িতে ফিরলেই মেরে ফেলব’ অক্ষয়কে হুমকি টুইঙ্কেল খান্নার

Slider বিনোদন ও মিডিয়া

১৮ বছরের দাম্পত্য জীবন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার। তবে সম্প্রতি অক্ষয়ের কার্যকলাপে বেজায় চটেছেন টুইঙ্কেল। এমনকী অক্ষয় বাড়ি ফিরলে তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন টুইঙ্কেল।

সম্প্রতি, The End নামে একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে।

এই ওয়েব সিরিজে বেশকিছু অ্যাকশন দৃশ্যেও অক্ষয় অভিনয় করবেন বলে নিজেই জানিয়েছেন তিনি। তবে সম্প্রতি এই ওয়েব সিরিজের উদ্বোধনে গিয়ে ভয়ানক স্টান্ট করতে দেখা যায় অক্ষয়কে। গায়ে আগুন লাগিয়ে মঞ্চে হাঁটেন অক্ষয়।
যদিও প্রয়োজনীয় নিয়ম নীতি, সুরক্ষা কবজ নিয়ে তবেই তিনি এই স্টান্ট করেছেন বলেও জানান অভিনেতা।
ভয়াবহ এই স্টান্টের ভিডিও নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেন আক্কি। যা স্ত্রী টুইঙ্কেলের চোখে পড়তেই বেজায় রেগে যান তিনি। প্রকাশ্যেই অক্ষয়কে হুমকি দিয়ে জানান, ‘এক্ষেত্রে তুমি যদি বেঁচেও যাও তা হলেও আমি বাড়ি ফিরলেই তোমাকে মেরে ফেলব। ‘

ওয়েব সিরিজে অভিনয়ের প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এবছর অনেক সিনেমার কাজ করছি। তবে তারই ফাঁকে একটি ওয়েব সিরিজেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এর কারণটা হলো আমার ছেলে আরব। ওর দাবি বর্তমান প্রজন্মের জন্যও আমি কিছু কাজ করি, তাই ওয়েব সিরিজে কাজ করার সিদ্ধান্ত নিলাম। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *