লালমনিরহাটে শিশু পরিবারের ৩ কিশোরীর আত্নহত্যার চেষ্টা

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আল নাহিয়ান শিশু পরিবারের ৩ কিশোরী হারপিক পানে আত্নহত্যার চেষ্টা করেছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে তাদেরকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে নিজের কক্ষেই তারা হারপিক পানে আত্নহত্যার চেষ্টা করলে কর্তব্যরতরা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থ কিশোরীরা হলো, আল নাহিয়ান শিশু পরিবারের মাধবী হাউসের শাহজাহান আলীর মেয়ে শারমিন আক্তার (১৫), একই হাউসের নজরুল ইসলামের মেয়ে নাজমিন নাহার (১৫) ও ইব্রাহীমের মেয়ে জুলেখা খাতুন(১৪)। তারা সবাই লালমনিরহাট শহরের কবি শেখ ফজলল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসপাতাল ও প্রতিষ্ঠানটির দায়িত্বরতরা জানান, সমাজ কল্যান মন্ত্রনালয় অনুমোদিত শেখ জায়েদ বিন সুলতান ট্রাষ্ট বাংলাদেশ কর্তৃীক আল নাহিয়ান শিশু পরিবার পরিচালিত।

এখানে ১১১ জন শিশু আশ্রীত রয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে নিজেদের কক্ষে ৩ কিশোরী হারপিক পানে আত্নহত্যার চেষ্টা করে।

খবর পেয়ে দায়িত্বরতরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

কিশোরীদের অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তবে আত্নহত্যার চেষ্টার কারন জানায়নি কর্তৃপক্ষ।

আল নাহিয়ান শিশু পরিবারের উপ তত্ত্বধায়ক এটিএম বশির উদ্দিন লালমনি প্রতিদিনকে জানান, কিশোরীরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে আত্নহত্যার চেষ্টার কারন কিছু বলেননি তিনি।

আল নাহিয়ান শিশু পরিবারের পরিচালনা কমিটির সভাপতি লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানায়, শিশুদের আত্নহত্যার চেষ্টার কারন জানার চেষ্টা করা হচ্ছে।

তবে প্রাথমিক ভাবে দায়িত্বরতরা বলেছেন কিশোরীরা নিজেদের মধ্য ঝগড়া করে হারপিক পান করেছে।

তারা সুস্থ হলে প্রকৃত কারন জানা যাবে। তাদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *