যশোর জেনারেল হাসপাতালে ২০১১-২০১২ অর্থবছরে বরাদ্দকৃত অর্থব্যয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আলী আকবরের নেতৃত্বে তদন্ত শুরু হয়।
দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘যশোর, মাগুরা ও কুষ্টিয়া হাসপাতালে ১৫১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। সেই অভিযোগের ভিত্তিতেই আজ তদন্ত করছি’।
তিনি বলেন, ‘ওষুধ, মেশিনারিজ, ইকুইপমেন্ট, ওটিসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করা হচ্ছে। আপাতত এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়’।
হাসপাতাল সূত্র জানায়, ২০১১-১২ অর্থ বছরে যশোর জেনারেল হাসপাতালের জন্য ওষুধ, মেশিনারিজ ইত্যাদি কেনার জন্য বাজেট ছিল ১০ কোটি ৫২ লাখ টাকা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু বলেন, ‘২০১১-১২ অর্থবছরে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ডা. সালাউদ্দিন আহমেদ। সেই সময় অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা আমার জানা নেই। দুদক তদন্ত করছে- যতটুকু সহযোগিতা করার দরকার সেটি করছি। দুর্নীতির প্রমাণ পেলে দুদক ব্যবস্থা নেবে’।