কুমিল্লার হোমনায় এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বালুবাহী ট্রাক্টর চাপায় ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার কলাকান্দি গ্রামের মো. সেহেলের ছেলে।
মঙ্গলবার উপজেলার কলাকান্দি গ্রামের নির্মাণাধীন নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এই ট্রাক্টর রাস্তায় মালামাল নিয়ে চলাচলে নিষিদ্ধ।
হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক বলেন, শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে ট্রাক্টরটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। খোঁজ-খবর নিচ্ছি।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।