ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরকুমারিয়া গ্রামে সোমবার রাতে কালাম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ইব্রাহীম নামের এক ডাকাতকে আটক করে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। ডাকাতের হামলায় আহত হয়েছে রায়হান নামের এক কিশোর।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক দু’টার দিকে কালাম খানের ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত।
এসময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতদের বাঁধা দিলে কামাল খানের কলেজ পড়ুয়া ছেলে রায়হানকে (১৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ডাকাত দলটি চলে যাবার পর কালাম খানের পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।
পরে স্থানীয়রা ইব্রাহিম নামের একজনকে আটক করে। সে ডাকাতির সাথে যুক্ত ছিল বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় সদরপুর থানায় একটি ডাকাতির মামলা হয়েছে।
সদরপুর থানার ওসি জানান, ডাকাতির বিষয়ে একটি মামলা হয়েছে। আটক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি ডাকাতদের আটকের চেষ্টা চলছে।