বরগুনার ৫টি উপজেলার চেয়ারম্যান পদে ১৬, ভাইস চেয়ারম্যান পদে ২২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, বেতাগীতে চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ৩ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। আমতলীতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, বামনা উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদে বেতাগীতে বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র হিসেবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কবির বামনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল রব মর্তুজা আহসান মামুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরগুনা সদরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ালি উল্লাহ, আমতলীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জি.এম দেলোয়ার, বেতাগীতে আওয়ামী লীগ মনোনীত প্রাথী হিসাবে মো. মাকসুদুর রহমান ফোরকান, বামনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইতুল ইসলাম লিটু মৃধা এবং পাথরঘাটায় আওয়ামী লীগ প্রার্থী হিসাবে আলমগীর হোসেন দাদু মনোনয়নপত্র জমা দেন।
বেতাগীতে নাগরিক পরিষদের ব্যানারে স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমান খান। পাথরঘাটায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ও যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা কবির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আমতলীতে জেলা আওয়ামী লীগের সদস্য সামসুদ্দিন সজু, গোলাম সরোয়ার ফোরকান ও গাজী সামসুল হক সতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।