হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং তালিকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় অবস্থিত উত্তর বাংলা কলেজ রংপুর বিভাগের বেসরকারী কলেজের মধ্যে প্রথম এবং দেশের ৫টি মডেল কলেজের মধ্যে উত্তর বাংলা কলেজ তৃতীয় স্থান অর্জন করায় আনন্দ র্যালি করেছেন href=”http://grambanglanews24.com/wp-content/uploads/2019/03/received_428924247649608.jpeg”>
কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।
উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ারুল হকের নেতৃত্বে রবিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এতে কলেজের সকল শিক্ষকসহ-শিক্ষার্থীরা অংশ নেন।
এ আনন্দ র্যালি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে পরিণত হয় কলেজ অডিটোরিয়াম ।
র্যালি শেষে কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ এস এম মনোয়ারুল হক বলেন, ‘উত্তর বাংলা কলেজের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ রেখেছো তোমরা।
তোমাদের পড়াশোনার বিষয়ে আরো মনযোগী হতে হবে। সেই সাথে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আরো এগিয়ে যেতে হবে।
কলেজের এই স্থান ধরে রাখতে সাহায্য করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন।
রংপুর বিভাগের বেসরকারী কলেজের মধ্যে প্রথম এবং দেশের ৫টি মডেল কলেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।