ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক বাসুদেব রায়ের বদলির পর জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুই মামলার বিচারক বদলের প্রজ্ঞাপন জারি হয়েছে।
বৃহস্পতিবার মামলা দু’টির বিচারক ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায়কে পটুয়াখালী জেলা ও দায়রা জজ হিসেবে বদল করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন) মিজানুর রহমান খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
একইসঙ্গে আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (যুগ্মসচিব মতামতের দায়িত্বপ্রাপ্ত)(জেলা ও দায়রা জজ) মো.আবু আহমেদ জমাদারকে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ দুটি মামলায় গত ২০ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।