গাজীপুর: আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশী বাজে,এত পাখি গায়।। সখীর হৃদয় কুসুমকোমল-কার অনাদরে আজি ঝরে যায়! আবার তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি,
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো,
রেখো না আর, বেঁধো না আর কুলের কাছাকাছি॥
ঋতুরাজ বসেন্তর ভরা যৌবনে ১৮ ফালগুন অনুষ্ঠিত হল “বসন্তের ছোঁয়ায় আনন্দ মেলা” অনুষ্ঠান। গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে ও গাজীপুর জেলা সাংবাদিক কল্যান সমবায় লিঃ, গাজীপুর অনলাইন প্রেসক্লাব, ভাওয়াল গড় বাঁচাও আন্দোন, জাতীয় মানবাধিকার কাউন্সিলর ও চেতনা গাজীপুরের সহযোগিতায় জেলার শ্রীপুর উপজেলার মরতায় অবস্থিত অনামিকা গার্ডেনে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সদর দপ্তরের উপ-মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) আব্দুল্লাহ হিল বাকী পিপিএম। বিশেষ অতিথি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: আমির হোসাইন রাহাত, মিষ্টের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরিদ আহম্মেদ খান। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন আনসারী অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা, মহানগর প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
অত্যন্ত আন্তরিক পরিবেশে ও খোলামেলা ভাবে অংশগ্রহনকারীরা বসন্ত উপভোগ করেন।