ঢাকা: আওয়ামী লীগ সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ সকালে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীরে পরীক্ষা-নীরিক্ষা করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এরপর তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপতালে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়ে।
পরে তাৎক্ষণিকভাবে হার্টে রিং পরানোর সিদ্ধান্ত হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাথ ল্যাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে রিং পরানো হচ্ছে।