ভারতের জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। শুক্রবার দেশটির গণমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গুঁড়িয়ে দেয়া একটি বাড়ির ভেতর থাকা এক স্বাধীনতাকামীকে মৃত বলে ধরে নিয়েছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু ধ্বংসস্তূপের নিচ থেকে ওই ব্যক্তি বেরিয়ে এসে হঠাৎ গুলিবর্ষণ শুরু করলে সৈন্যরা চমকে যান।
সূত্র জানায়, কুপঅয়ারা জেলায় ক্রালগুন্ড গ্রামের এই গোলাগুলিতে নিহত হন সিআরপিএফ’র একজন ইন্সপেক্টর, একজন সৈন্য এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দুই সদস্য।
ওই এলাকায় সারাদিনই কয়েকবার গোলাগুলির শব্দ পাওয়া গেছে। স্বাধীনতাকামীরা যে বাড়িতে লুকিয়েছিল, সেটির দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগোতে শুরু করলেই তারা গুলি চালায়, জানান কর্মকর্তারা।
ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, বন্দুকযুদ্ধে দুই স্বাধীনতাকামীও নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে এই অভিযান শুরু করে ভারতীয় বাহিনী।
একই সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাস্থলের কাছেই স্থানীয় যুবকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে চারজন আহত হয়েছে বলে জানান কর্মকর্তারা।