বরিশাল কেন্দ্রীয় কারাগারে ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি কবির সিকদার (৪০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত কবির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
জেলার মো. ইউনুস জানান, কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে কারারক্ষীরা দুপুর ১টার দিকে রান্নাঘরে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে কবিরকে নামিয়ে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আমিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
জেলার আরো জানান, কবির ভোলা জেলার মনপুরা উপজেলায় চুরি ও ছিনতাই মামলার সাজাপ্রাপ্ত কয়েদি। ২০১৭ সালের ১৭ অক্টোবর কবিরের অনুপস্থিতিতে ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ১০ বছর কারাদণ্ড প্রদান করেন। একই বছরের ১২ ডিসেম্বর ভান্ডারিয়া থেকে কবিরকে গ্রেফতার করে ভোলা আদালতের মাধ্যমে সেখানকার কারাগারে পাঠানো হয়। শারীরিক অসুস্থতা থাকায় তার চিকিৎসার জন্য ভোলা কারাগার থেকে ২০১৮ সালের ২ অক্টোবর বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।