ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুক্রবার ভোররাতে ট্রাকযোগে গাঁজা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে টি.আলী বাড়ির মোড় হইতে ৭০কেজি গাজা ও ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর সুরমা গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের ছবির আহাম্মদের ছেলে ইকবাল হোসেন (৩৮)।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। পুলিশ জানায়, ট্রাকযোগে গাঁজা পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে ট্রাক থেকে ৪টি বস্তায় ৭০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
আদালতের মাধ্যমে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা হাজতে পাঠানো হয়েছে।