ভারতের যুদ্ধবিমানের আটক পাইলট অভি নন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে পাইলট অভি নন্দনকে হস্তান্তর করে পাকিস্তান কর্তৃপক্ষ।
শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াঘাহ সীমান্ত দিয়েই ভারতে ফিরেছেন অভিনন্দন। ওয়াঘা সীমান্তে পাইলটকে গ্রহণ করেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা।
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে পাকিস্তানি সেনাদের একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভি নন্দনকে। সেখানে তাঁর মেডিক্যাল চেকআপ হয়।
এদিকে, অভিনন্দনের মুক্তির খবর পেয়ে সকাল থেকেই ওয়াঘা সীমান্তে হাজির হয়েছেন কয়েক’শ মানুষ। ওয়াঘা সীমান্তে উপস্থিত ছিলেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। এছাড়া ভারতীয় বিমান বাহিনী এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও সীমান্তে উপস্থিত ছিলেন।
জানা গেছে, অভিনন্দনকে বিমানে ভারতে ফেরত পাঠানো হোক- এমনটাই ইসলামাবাদের কাছে অনুরোধ জানিয়েছিল দিল্লি। কিন্তু ইসলামাবাদ সেই অনুরোধে সাড়া দেয়নি। পাকিস্তানের শর্ত অনুযায়ী ওয়াঘা-আতারি সীমান্ত দিয়েই ভারতে নিয়ে যাওয়া হয় অভিনন্দনকে। তারপর তুলে দেওয়া হয় ভারতের হাতে।